We’ve seen these posts about fake social media rules before, and this one is just as wrong as the others that came before it.
বিভিন্ন সাইট ঘুরে জানা গেছে, এই বার্তার কোনো ভিত্তি নেই। “New Facebook/Meta Rule” এমন কোনো নীতি
গ্রহণ করেনি, যেখানে ব্যবহারকারীদের ছবি নিতে অনুমতি দরকার নেই বলে উল্লেখ রয়েছে। ফেসবুকের
প্রাতিষ্ঠানিক নাম বদলে ‘Meta’ হওয়ার পর থেকেই গুজবটি ছড়াতে শুরু করে। আগামীকাল থেকে নতুন Meta
Rule নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না, আজ শেষ দিন!
তাই একটা কাজ করে রাখুন। এটি আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে; আপনি যা কিছু পোস্ট
করেছেন এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন, পরে
আফসোস করার চেয়ে ভালো হবে।ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮ আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি
Facebook/Meta Rule:
আমি Facebook/Meta Rule বা অন্য কোন Facebook/Meta সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা
ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোন সময়েই। এই পোস্টেটি কপি করে আপনার নিজের
পেজে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি Facebook/Meta-কে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার
তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধু-বান্ধব, ফোন নম্বর, ইমেইল এড্রেস, ব্যাক্তিগত কোন তথ্য বা পোস্ট এ সবের কোন কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না।
The post was flagged as part of Meta/ Facebook’s efforts to combat potential false news and misinformation on its News Feed. (Read more about our partnership with Meta/ Facebook.)
1-207, 1-306 I am imposing protection of my rights under the UCC Act
The new Facebook/Meta Rule will start tomorrow and they can use your pictures. Do not forget, today is the last day! So keep up the good work. It can be used in lawsuits against you Everything you’ve posted – even messages that have been deleted. There is no cost, just copy, and post, it will be better than regretting later. Copy this post and post it on your news page and declare that you are not allowing
Facebook/Meta Rule to share my information posted on their website anywhere else. Nothing in the
picture, present or past, friend, phone number, email address, any personal information, or post may be used differently without my written permission.
Leave a Reply