Posted by: AH Rasel Category: Technology Blogs Tags: , , , , Comments: One Comment

সবার আগে জানতে হবে PayPal কি বা কিভাবে কাজ করে আসুন জানি পেপাল সম্পর্কে বিস্তারিতঃ

PayPal কি ?

এমন একটি অনলাইন ওয়েবসাইট, যেটার ব্যবহার করে আপনারা অনেক সহজেই পেমেন্ট গ্রহণ

করতে পারেন বা পেমেন্ট পাঠাতে পারেন। এবং সম্পুর্ন পেমেন্ট এর প্রক্রিয়াটি হবে অনলাইনে। এই অনলাইন

পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিজের ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বা নিজের ব্যবসার ক্ষেত্রে, আপনারা টাকার

লেনদেন করতে পারবেন। তাছাড়া, পেপাল এর ব্যবহার বিশেষ করে আন্তর্জাতিক ভাবে দেশের বাইরে টাকা

পাঠানো বা দেশের বাইরের থেকে টাকা গ্রহণ করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

PayPal এর মাধ্যমে টাকার লেনদেন :

এর মাধ্যমে টাকার লেনদেন করার জন্যে, আপনার bank account এবং bank debit card এর তথ্য দিতে

হবে। এর পর, আপনি আপনার bank account এর থেকে এর মাধ্যমে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির কাছে অনলাইনে টাকা পাঠাত পারবেন।

ঠিক সেভাবেই, যখন আপনার PayPal account এ কেও টাকা পাঠাবে, তখন আপনি সেই টাকা নিজের ব্যাঙ্ক

একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। পেমেন্ট এড্রেস (payment address) হিসেবে এখানে ব্যক্তির email address ব্যবহার করা হয়।

মানে, যেভাবে একটি bank account খোলার পর আপনাকে একটি account number দেওয়া হয়, ঠিক সেভাবেই একাউন্ট তৈরি করার সময়, আপনার নিজের একটি email address দিয়ে দিতে হয়।

খুব শীঘ্রই পেপ্যাল বাংলাদেশে আসছে এই বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ওয়ালটন কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

অনেক জল্পনা-কল্পনা এবং অনেক মিথ্যা শুরুর পর, জনপ্রিয় অনলাইন পেমেন্ট সিস্টেম PayPal ​​এই বছরের

শেষের দিকে ডিসেম্বরে বাংলাদেশে চালু হবে বলে জানা গেছে।

How To Use PayPal Account || PayPal Problem And Solution in Bangladesh | RASEL’s Marketing Place


শনিবার গাজীপুরের চন্দ্রায় একটি ওয়ালটন কারখানা পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ

উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

ওয়ালটনের একজন কর্মকর্তা অবশ্য ঢাকা ট্রিবিউনকে স্পষ্ট করেছেন যে ওয়ালটন PayPal ​​এবং এর বাংলাদেশের

কার্যক্রমের সাথে কোনোভাবেই জড়িত নয়।

ওই সময় তার সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সারোয়ার, প্রধানমন্ত্রীর

একান্ত সচিব শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জাহিদুল ইসলাম ভূঁইয়া সহ অন্যরা।

উল্লেখ্য যে পেপাল ​​মূলত আন্তর্জাতিকভাবে পেমেন্ট পাঠানো বা গ্রহণ করার পদ্ধতি। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন

ক্লায়েন্টের জন্য কাজ করার বিপরীতে ফ্রিল্যান্সাররা তাদের নির্দিষ্ট বেতন বা অর্থ পেপ্যালের মাধ্যমে নিয়ে থাকে।

Comment (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *