Posted by: AH Rasel Category: Social media marketing Tags: , , , Comments: 2

আমরা যখন Google, Yahoo!, Bing কিংবা যেকোনো একটি Search Engine Optimization কোনো কী-ওয়ার্ড লিখে সার্চ করি তখন হাজার হাজার রেজাল্ট দেখায়। কিন্তু  ফ্রন্টপেজে কি সবগুলোই দেখায়?

না, প্রথম পেজে মাত্র ১০ টা ওয়েবসাইটের লিংক দেখায়, অথচ বাকি সবগুলো ওয়েবসাইটেও কিন্তু আমাদের

কাঙ্ক্ষিত তথ্য আছে। তাহলে Google কেন এই ১০ টা ওয়েবসাইটকেই সামনে তুলে ধরল! এটা কি এমনি এমনি! না , এর পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছে। এর নামই হলো SEO। 

SEO- Search Engine Optimization

একটি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর সবথেকে কার্যকরী প্রক্রিয়া।

কিছু কাইটেরিয়া ফলো করে একটি ওয়েবসাইটকে এমন র‍্যাংকের মধ্যে নিয়ে যাওয়া যাতে Search Engine Optimization আপনার ওয়েবসাইটকে ফ্রন্ট পেজে স্থান দেয়। খুব সহজ ভাবে বললে SEO হলো ওয়েবসাইটকে

সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দেয়া। এটি এমন কতকগুলো কৌশলগত প্রক্রিয়ার সমষ্টি যা কোনো

ওয়েবসাইটকে Search Engine Optimization প্রথম পাতায় নিয়ে এসে ওয়েবসাইটির ফ্রি, অর্গানিক, এডিটরিয়াল

অথবা ন্যাচারাল ট্রাফিক বৃদ্ধি করে থাকে। যখনই একটি ওয়েবসাইট সার্চ রেজাল্টের প্রথম সারিতে অবস্থান করবে

তখন স্বাভাবিক ভাবেই সেই ওয়েবসাইটের ভিউ বাড়বে এবং মানুষ সেখান থেকেই সেবা নেবে। এক কথায় ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধির কাজটিই করে থাকে এস.ই.ও বা Search Engine Optimization টেকনোলোজি।

What is Search Engine Optimization Marketing/SEO?

প্রত্যেকটি Search Engine Optimization স্বতন্ত্র কিছু অ্যালগরিদম থাকে। এই অ্যালগরিদম অনুযায়ী সার্চ ইঞ্জিন

ওয়েবসাইটগুলোকে র‍্যাংক প্রদান করে। যে ওয়েবসাইটগুলো অ্যালগরিদমের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হয় সেই

ওয়েবসাইটগুলো ফ্রন্টপেজে অবস্থান করে।

কী-ওয়ার্ড লিখে সার্চ

অনুসন্ধানকারী যখন কোন কী-ওয়ার্ড লিখে সার্চ করে তখন গুগল তার অ্যালগরিদম অনুযায়ী সবথেকে সামঞ্জস্যপূর্ণ তথ্যসমৃদ্ধ ওয়েবপেজগুলোকে অনুসন্ধানকারীর সামনে উপস্থাপন করে। 

একারনেই SEO এর মাধ্যমে ওয়েবসাইটকে গুগলের সাথে পরিচয় করানোর পাশাপাশি ওয়েবসাইটকে ক্রিয়েটিভ

কন্টেন্টে পরিপূর্ণ রাখতে হবে। এছাড়া গুগল অথবা অন্য যেকোনো Search Engine Optimization সময়ের সাথে অ্যালগরিদম আপডেট করে। সুতরাং সময়ের সাথে ওয়েবসাইটের তথ্য আপডেট না করলে আপনার র‍্যাংকে থাকা ওয়েবসাইটটিও অতল গর্ভে হারিয়ে যেতে পারে। 

Comments (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let’s Get in Touch

We’re interested in talking
about your business.